২৯ মে পর্যন্ত সব বিশ্ববিদ্যালয় বন্ধ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী ২৯ মে পর্যন্ত দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ রবিবার শিক্ষামন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

২৯ মে পর্যন্ত সব বিশ্ববিদ্যালয় বন্ধ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী ২৯ মে পর্যন্ত দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ রবিবার শিক্ষামন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনা করে এবং শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও অভিভাবকদের কথা বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে বিদ্যমান ছুটির মেয়াদ আগামী ২৯ তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে। 

এতে আরও বলা হয়, কোভিড-১৯ বিষয়ে ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজারি কমিটির পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

তবে শিক্ষক-শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে বন্ধের মধ্যেও অনলাইনে ক্লাস করতে পারবেন।

এর আগে গতকাল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২৯ মে পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্টেন বন্ধ রাখার ঘোষণা দেয়। একইসঙ্গে ২৯ মে পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে শিক্ষামন্ত্রণালয়ও।

গত মার্চে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছিলেন, ঈদের পর ২৩ মে থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাসে গিয়ে সরাসরি ক্লাস করতে পারবেন।

গত বছরের ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে পিছিয়ে গেছে ক্লাস-পরীক্ষাও।