রাঙ্গুনিয়ায় বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গু‌নিয়ায় বন্য হা‌তির আক্রমণে এক কৃষ‌কের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে রাঙামাটির পদুয়া ইউ‌নিয়‌নের ত্রিপুরা সুন্দরী গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে।

রাঙ্গুনিয়ায় বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গু‌নিয়ায় বন্য হা‌তির আক্রমণে এক কৃষ‌কের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে রাঙামাটির পদুয়া ইউ‌নিয়‌নের ত্রিপুরা সুন্দরী গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে।

ওই কৃষকের নাম কাজী আবুল হা‌শেম (৬৫)।

চট্টগ্রাম বন বিভাগের (দক্ষিণ) অন্তর্গত রাঙ্গুনিয়া রেঞ্জ অফিসের কর্মকর্তা মাসুম কবির দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার সকালে কাজী আবুল হাশেম তার জমির দিকে যাচ্ছিলেন। সেসময় কাছের একটি বন থেকে এক দল বন্য হা‌তি সেদিক দিয়ে যাচ্ছিল। একটি হাতি তাকে শুঁড়ে শূন্যে তুলে আছাড় মারেন। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নি‌য়ে যাওয়া হলে কর্তব্যরত চি‌কিৎসক তাকে মৃত ঘোষণা ক‌রেন।