কাল থেকে পুনরায় চালু হচ্ছে বিআরটিএ’র সেবা

আগামীকাল থেকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সব অফিস ও সেবা কার্যক্রম পুনরায় চালু হচ্ছে।

কাল থেকে পুনরায় চালু হচ্ছে বিআরটিএ’র সেবা

আগামীকাল থেকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সব অফিস ও সেবা কার্যক্রম পুনরায় চালু হচ্ছে।

আজ রবিবার বিআরটিএ’র এক অফিস আদেশে বলা হয়েছে, করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতি বিবেচনায় মন্ত্রিপরিষদ বিভাগ সরকারের রাজস্ব আদায়ের সঙ্গে সম্পৃক্ত দপ্তর ও সংস্থাসমূহকে জরুরি পরিষেবার আওতাভুক্ত করায় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নির্দেশনা মোতাবেক সব বিভাগীয় অফিস ও সার্কেল অফিস খোলা রেখে কঠোরভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করে বিআরটিএ’র সেবা কার্যক্রম চালুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বিআরটিএ’র এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে জানান, কিন্তু সংক্রমণের ঝুঁকি আছে এমন ক্ষেত্রগুলোতে পরিষেবা সীমিত হতে পারে।

আগামীকাল এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি হওয়ার সম্ভাবনা আছে বলেও জানান তিনি।