এস আলম গ্রুপে বেতন চাওয়ায় ৫ জন শ্রমিক কে পুলিশ হত্যা করেছে।

এস আলম গ্রুপে বেতন  চাওয়ায় ৫ জন শ্রমিক কে পুলিশ হত্যা করেছে।

এস আলম গ্রুপের ৩ হাজার ২৭০ কোটি টাকার কর মওকুফ করেছিলেন রাষ্ট্রপতি।শ্রমিকরা ১২ মাস ধরে বেতন বৃদ্ধির দাবি করে যাচ্ছিল।চেয়েছিল তাদের পূর্বের বকেয়া ও ওভার টাইমের পারিশ্রমিকের ন্যায্য টাকা।তার জন্য আজ ৫ জন শ্রমিক কে পুলিশ গুলি করে হত্যা করল।অসংখ্য শ্রমিক আহত।এদের পরিবার গুলো কিভাবে চলবে?গত বছর করোনায় আক্রান্ত হয়ে এস আলম গ্রুপের পরিচালক মোরশেদ আলম ICU অভাবে মারা গিয়েছিল আজ তাদের কুকর্ম দেখে মনে হচ্ছে এদের আসল চরিত্র কতটা নোংরা।এরা রাষ্ট্র থেকে যতটুকু সুভিধা পায় ও হাজার হাজার কোটি টাকা ব্যাংক ঋণ নিয়ে যতটুকু কর্তব্য দেখায় তা শুধু নিজেদের স্বার্থের জন্য।জনগণের টাকায় নিজেরা ব্যাংক বানিয়েছে।এত টাকা দিয়ে কি হবে যদি ICU ও অক্সিজেনের অভাবেই বিনা চিকিৎসায় মৃত্যু লেখা থাকে? এত কম্পানি করে কি লাভ যদি শ্রমিকরা বেতনের দাবিতে গুলি খেয়ে মরতে হয়⁉️
শ্রমিকদের ও কৃষকদের জন্য যতদিন রাষ্ট্র সঠিক দায়িত্ব পালন করতে ব্যর্থ হবে ততদিন আমাদের দেশের গরীব অসহায় নাগরিকদের উপর জুলুম ও নির্যাতন চলতে থাকবে।


শ্রমিক না হয়ে শ্রমিক নেতা ⁉️কৃষক না হয়ে কৃষক নেতা⁉️
এত নেতা খেতা থাকলে সাধারণ নাগরিকদের অধিকার কখনই বাস্তবায়ন হবে না।
এই শ্রমিক ও কৃষক হচ্ছে একটি দেশের চালিকা শক্তি তাই মাফিয়া সরকারকে জবাব দিতে হবে কার নির্দেশে এদের হত্যা করা হয়েছে⁉️কাজ করার পর নিজেদের পারিশ্রমিক চাওয়ার অধিকার কি দেশের নাগরিকদের নেই? তাই বলে গুলি করে হত্যা করতে হবে? যে সকল শ্রমিক নেতা আছে তাদের গণধোলাই দিন যদি এই শ্রমিকদের হত্যার বিচার না করতে পারে।মানুষের ঘরে খাবার নেই।হাসপাতাল এ অক্সিজেন নেই এদিকে মাফিয়া কালনাগিনী রমজান মাসেও তার বিষাক্ত  ছোবল নাগরিকদের দিয়ে যাচ্ছে।
যতদিন এদের বিচার না করা হবে ততদিন আমাদের দেশ কলঙ্ক মুক্ত হতে পারবে না।
#গণঅভ্যুত্থান ১৮ কোটি নাগরিকদের নিরাপদ বাংলাদেশের জন্য ও সকলের মৌলিক অধিকারের জন্য।

✍️©dp-17APR2021ড.রাজু আহমেদ দিপু