ভালুকা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গাছ চুরির মামলা
ময়মনসিংহের ভালুকায় বনের গাছ চুরির অভিযোগে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করেছে বন বিভাগ।

Join our subscribers list to get the latest news, updates and special offers directly in your inbox
আসামিরা হলেন, ৬ নম্বর ভালুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিহাব আমীন খান, তার ম্যানেজার সুরুজ মিয়া ও খলিলুর রহমান খান। এ ছাড়াও অজ্ঞান নামা আরও ১০ থেকে ১৫ জনকে মামলায় আসামি করা হয়েছে।
ভালুকা মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম বলেন, বনের গাছ চুরির অভিযোগে চেয়ারম্যান শিহাব আমিন খান ও কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মামলার বাদী সাফেরুজ্জামান বলেন, গত ১১ মে রাতে মেহরাবাড়ি মৌজার ১৫০ নম্বর দাগ থেকে শিহাব আমীন খানের নেতৃত্বে তার ম্যানেজার সুরুজ মিয়া এবং খলিলুর রহমানসহ অজ্ঞাত আরও ১৫ থেকে ২০ জন সরকারি বন ভূমি দখলের উদ্দেশ্যে ৮টি আকাশমনি গাছ কেটে নিয়ে যাওয়ার সময় বন বিভাগের লোকজন সেই কাঠ জব্দ করে।
এ ঘটনার প্রেক্ষিতে গত ১৩ মে ভালুকা মডেল থানায় অভিযোগ করা হলে তা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।
বিভাগীয় বন কর্মকর্তা আমীন বলেন, বিভিন্ন সময় প্রভাবশালীদের স্বার্থে আঘাত লাগলে বন কর্মকর্তাদেরও নানাভাবে হয়রানির স্বীকার হতে হয়, তবুও চেষ্টা করা হচ্ছে দায়িত্বটুকু সর্বোচ্চ পালন করার।
তিনি আরও বলেন, চেয়ারম্যান ও তার লোকজন অন্যায় করছে তাই মামলা হয়েছে। সেটি আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সমাধান হবে।
তবে অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান শিহাব আমীন খান বলেন, “কিছুদিন আগে বনের জমির পাশে পুকুর করে মাটি আমার জায়গায় ফেলা হয়। বন কর্মকর্তারা তাদের জায়গায় মাটি ফেলা হয়েছে বলে ৫ লাখ টাকা ঘুষ দাবি করেন। ঘুষ না দেওয়ায় আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন।”
May 23, 2024 0 0
May 2, 2022 0 0
Feb 10, 2022 0 0
Dec 11, 2021 0 0
Aug 8, 2021 0 0
May 16, 2021 0 682
May 16, 2021 0 648
May 16, 2021 0 655
May 16, 2021 0 613
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে বাঁচাতে গিয়ে মাও নিহত হয়েছেন ছেলের...
Aug 8, 2021 0 646
সরকারের ব্যর্থতা এখন নাগরিকদের উপর দোষ চাপাচ্ছে
May 24, 2021 0 767
ঢাকা বিশ্ববিদ্যালয় এর ছাত্র হাফিজুর রহমান কে হত্যা করার পর আত্মহত্যা বলে প্রকাশ।
May 16, 2021 0 574
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে মহাসড়কে ঢাকামুখী শতাধিক যাত্রীবোঝাই বাস...
May 16, 2021 0 682
আপন দেহের উপর নারীদের পূর্ণ অধিকার কবে ছিল তা ঐতিহাসিক গবেষণার বিষয়। প্রাচীন ধর্মগ্রন্থগুলোতে...
May 16, 2021 0 697
ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে আইপিএলের ধারেকাছে কোনো আসরকে দেখেন না ওয়াহাব রিয়াজ।...
May 16, 2021 0 723
ফিলিস্তিনের নিরীহ নাগরিকদের উপর ইসরায়েলি বাহিনীর হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ...
May 17, 2021 0 742
ঘুষ না দেয়ায় ফিরিয়ে দেয়া হয় প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীর করোনা কিট ও সুরক্ষা...
Total Vote: 11
হ্যা আমি চাই সকল ধরণের সত্য ঘটনা লিখতে।